ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে মাদক বিক্রির দায়ে মা ও ছেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
বড়াইগ্রামে মাদক বিক্রির দায়ে মা ও ছেলের কারাদণ্ড

নাটোর: মাদক সেবন, সংরক্ষণ ও বিক্রির দায়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মা ও ছেলেকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ মার্চ) বিকেল সাড়ে চারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার পারভেজ দণ্ডাদেশ দেন।

এর আগে, বিকেল তিনটার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কালিকাপুর গ্রামের মৃত সুকুমার তিরিশের স্ত্রী অঞ্জলী রানী (৩৮) ও তার ছেলে স্বাধীন (১৯)।  

এদিকে, পৃথক অভিযানে উপজেলার বালিয়া গ্রাম থেকে মাদক মামলার আসামি সিরাজুল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে।

সিরাজুল একই উপেজলার বালিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।