ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনাতলায় ফরমালিন মুক্ত মাছ বাজার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
সোনাতলায় ফরমালিন মুক্ত মাছ বাজার ঘোষণা সোনাতলায় ফরমালিন মুক্ত মাছ বাজার ঘোষণা। ছবি: বাংলানিউজ

বগুড়া: ফরমালিন মুক্ত মাছ পেয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি বগুড়ার সোনাতলা পৌরশহরের মাছ বাজারকে ফরমালিন মুক্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুর আলম বাজার পরিদর্শন করে এমন ঘোষণা দেন।

এর আগে আকস্মিকভাবে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে সংশ্লিষ্টরা ওই মাছ বাজার পরিদর্শন করেন।

এ সময় সব ধরনের মাছে ফরমালিন না পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

পরে এ উপলক্ষে বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিফতরের যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুর আলম।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. ইরিনা মৌসুমী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল হান্নান, ক্ষেত্র সহকারী নজরুল ইসলাম, মোছা. আহসিনা বেগম, হাটের ইজারাদার শফিকুল ইসলাম আকন্দ, মৎস্যজীবী ইসমাইল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এমবিএইচএ/এএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।