ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঘিওরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
ঘিওরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২০

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে আব্দুস সালাম (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ যাত্রী।

আব্দুস সালাম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মাচাইল গ্রামের কেন্দ্রু  প্রমাণিকের ছেলে।

বুধবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোঁকা এলাকায় পাটুরিয়াগামী ‘পল্লীসেবা’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা বাংলানিউজকে জানান, মহাসড়কের জোঁকা এলাকার জুলনাস সিএনজি স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ‘পল্লীসেবা’ পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়। এসময় ওই বাসের নিচে চাপা পড়ে যাত্রী আব্দুস সালাম ঘটনাস্থলেই মারা যান। আহত হয় ওই বাসের আরো ২০ যাত্রী।

আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।