ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালিগঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
কালিগঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় নাসিমা খাতুন (৩৫) নামে এক গহবধূকে গলা কেটে করে হত্যা করেছে তার স্বামী জালাল সানা। এ ঘটনার পর জালাল সানা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার (১৩ মার্চ) গভীর রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত বাংলানিউজকে জানান, নাসিমা-জালাল দম্পতি দিনমজুরের কাজ করে সংসার চালাতেন।

তাদের অষ্টম ও দশম শ্রেণিতে পড়ুয়া দু’টি মেয়ে রয়েছে। সম্প্রতি জালাল সানা মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেন। যাকে-তাকে মারধর করাসহ মানুষের সঙ্গে অসংলগ্ন আচরণ করতে থাকেন।

মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি স্ত্রী নাসিমাকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করে সকালে থানায় এসে আত্মসমর্পণ করেছেন।

তার কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহত নাসিমার  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।