ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেওয়া হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেওয়া হবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন আ.ক.ম মোজাম্মেল হক

বাগেরহাট: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতার মাসেই সরকারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে সব ধরনের চিকিৎসা-ওষুধপত্র দেওয়া এবং পরীক্ষা-নিরিক্ষা করা হবে।

মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে জেলার রামপাল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য সরকার ২ হাজার ২৬৭ কোটি টাকা অনুমোদন দিয়েছে।

প্রতি জেলায় মুক্তিযোদ্ধা পল্লী গড়ে তোলার জন্য জেলা প্রশাসকদের জায়গা নির্ধারণের জন্য বলা হয়েছে।

মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবু সাইদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন প্রমুখ।

এর আগে মন্ত্রী কমপ্লেক্স ভবন চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও ভবনের ফলক উন্মোচন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প’র আওতায় রামপাল উপজেলা সদরে ৫ শতাংশ জমির উপর প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad