ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
কেরানীগঞ্জে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ কেরানীগঞ্জে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে অভিযান চালিয়ে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকার পানগাঁও কন্টেইনার পোর্ট সড়কের পাশে এ উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি।

 

এসময় আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক এস এম শহিদ রেজা ও উপ পরিচালক মো. গোলাম মোস্তফা।

বিআইডব্লিউটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি বাংলানিউজকে বলেন, অভিযানে ৫০টিরও বেশি পাকা ও আধা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।