ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ভোটার-এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
ভোটার-এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার-১ (নাসিরগর) আসনে উপ-নির্বাচনের ভোটকেন্দ্র

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার-১ (নাসিরগর) আসনে উপ-নির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী রেজোওয়ান আহমেদ।

মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে উপেজলার ৪৪ নম্বর গোর্কণ সৈয়দ ওয়ালীউল্লা স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র পরিদর্শন করতে এসে তিনি এ অভিযোগ করেন।
 
লাঙল প্রার্থী রেজোয়ান আহমেদের অভিযোগ, ‘সকাল থেকে সুষ্ঠ‍ু ভোট হলেও বেলা ১০টা থেকে নাসিরনগরের বেশ কিছু ভোটকেন্দ্রে কারচুপি চলছে।

অস্ত্রের ভয় দেখিয়ে ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। তিনি নির্বাচন কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। ’

তিনি আরো অভিযোগ করেন, ‘জাতীয় পার্টির প্রার্থীকে ভোট না দিতে ভোটারদের অস্ত্রের ভয় দেখানো হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।