ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আইসফ্যাক্টরি এলাকা থেকে পাচারের সময় ৭০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল বহনকারী একটি মাইক্রোবাসও আটক করা হয়।


গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলো- বদিউল আলম (২৫) সোহেল (২৫) ও মনির (১৮)।

অভিযানে নেতৃত্বদানকারী ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই পুলিশ ওই এলাকায় অবস্থান নিয়েছিল। ফেনসিডিল বহনকারী মাইক্রোবাসটি আইসফ্যাক্টরি সড়ক দিয়ে যাওয়ার সময় মাদকসহ হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা এসব ফেনসিডিল নগরীর মাদক ব্যবসার আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ব্যাপারে ডবলমুরিং থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।