[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৬ আশ্বিন ১৪২৫, ২১ সেপ্টেম্বর ২০১৮
bangla news

মহেশখালীতে ইয়াবার আসর থেকে আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-১১ ১২:৫১:০৮ পিএম
জহির সিকদার

জহির সিকদার

কক্সবাজার: মহেশখালী উপজেলার একটি আবাসিক হোটেলে ইয়াবার আসর থেকে আওয়ামী লীগের সভাপতিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ মার্চ) সন্ধ্যার দিকে মহেশখালী পৌরসভার ঠাকুরতলার আবাসিক হোটেল গ্রীণ প্যালেস থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপক বিশ্বাস।

তিনি জানান, হোটেলের গ্রিন প্যালেসের একটি কক্ষে ইয়াবা সেবনকালে পাঁচজনকে আটক করা হয়। আটকদের মধ্যে ছোট মহেশখালীর আওয়ামী লীগ সভাপতি জহির সিকদারও ছিলেন।

আটক বাকি চারজন হলেন- পৌরসভা এলাকার কালামিয়ার ছেলে ছাবের (৪২), সিকদার পাড়ার মাওলানা মোস্তাফিজুর রহমানের ছেলে মাহবুব আলম (২৪), রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার বাসিন্দা ইউনুস খানের ছেলে সিরাজুল ইসলাম (৪০) ও চট্টগ্রামের আনোয়ারার রায়পুর পশ্চিম মোহছেন আওলিয়া এলাকার ইব্রাহিমের ছেলে শফিউল আজম (২৮)।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
টিটি/বিএসকে/এনএইচটি

ক্লিক করুন, আরো পড়ুন :   ইয়াবা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa