[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৬ আশ্বিন ১৪২৫, ২১ সেপ্টেম্বর ২০১৮
bangla news

সীমান্তে বাংলাদেশ-মিয়ানমার সেনাদের যৌথ টহল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-১১ ৮:২০:১২ এএম
সীমান্তে বাংলাদেশ-মিয়ানমার সেনাদের যৌথ টহল

সীমান্তে বাংলাদেশ-মিয়ানমার সেনাদের যৌথ টহল

বান্দরবান: তুমব্রু ও ঘুমধুম সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে বাংলাদেশ-মিয়ানমার উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ টহল সম্পন্ন হয়েছে। 

রোববার (১১ মার্চ) সকাল থেকে প্রায় এক ঘণ্টা তুমব্রু ও ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যরা যৌথভাবে টহলে অংশ নেয়। প্রায় ১০ মাস পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী একসঙ্গে টহল দিল।

এর আগে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে যৌথ টহল পরিচালিত হলেও রোহিঙ্গা ইস্যুর কারণে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর এ যৌথ টহলে সীমান্তে উত্তেজনা কমবে বলে আশা করছেন বিজিবির কর্মকর্তারা।

বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান বাংলানিউজকে জানান, সীমান্তে যৌথ টহল বৃদ্ধি করতে মিয়ানমারকে প্রস্তাব দেওয়া হয়েছে। যৌথ টহল অব্যাহত থাকলে উত্তেজনা অবশ্যই কমে আসবে। একই সঙ্গে উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এসআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa