ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্কুলের পথে ট্রাক চাপায় ২ বোনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
স্কুলের পথে ট্রাক চাপায় ২ বোনের মৃত্যু

বেনাপোল(যশোর): যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে ট্রাক চাপায় ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ মার্চ) সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সপ্তম শ্রেণির শিক্ষার্থী রোজা ও ষষ্ঠ শ্রেণির জেরিন।

স্থানীয়রা জানান, বাঁগআচড়া কলেজের প্রভাষক আলমগীর কবীর তার মেয়ে ও ভাগনিকে মোটরসাইকেলে করে স্কুলে দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন।

পরে বাঁগআচড়া বাজারে পৌঁছালে নাভরণ থেকে ছেড়ে আসা একটি বালি ভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই শিক্ষার্থীর মত্যু হয়।  

প্রভাষক আলমকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।  

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।