ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শায়েস্তাগঞ্জে চাকরির নামে টাকা আত্মসাৎ, প্রতারক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
শায়েস্তাগঞ্জে চাকরির নামে টাকা আত্মসাৎ, প্রতারক আটক

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চাকরি দেওয়ার নাম করে ছয় লাখ টাকা নিয়ে প্রতারণার দায়ে সাজার আদেশপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই প্রতারকের নাম কাউছার মিয়া (৩৮)।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সোয়া ১১টায় শায়েস্তাগঞ্জের সুতাং বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি উপজেলার পুরাসুন্ধা গ্রামের শানু মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, প্রায় দুই বছর আগে হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার মতিন মিয়ার ছেলে ইমন মিয়ার কাছ থেকে বাংলাদেশ রেলওয়েতে গেট কিপার পদে চাকরি দেওয়ার নাম করে ৬ লাখ টাকা নেন কাউছার মিয়া। উত্তরা ব্যাংক সুতাং বাজার শাখার একটি ব্যাংকের চেক দিয়ে বলেন, চাকরি না হলে টাকা ফেরত দেওয়া হবে।  

কিন্তু অনেক দিন যাওয়ার পরও চাকরি এবং টাকা কোনোটাই না পেয়ে ২০১৭ সালের ৮ জানুয়ারি আদালতে মামলা দায়ের করেন প্রতারণার শিকার ইমনের চাচা আব্দুল মালেক। পরে আদালত গত ২৪ জানুয়ারি কাউছার মিয়ার বিরুদ্ধে ছয় লাখ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে। শুক্রবার (১০ মার্চ) তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।