ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রাইভেট কারের ধাক্কায় ঢাবি অধ্যাপক আহত

বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় আহত হন।

এ সময় আশপাশের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও প্রাইভেট কারটিকে আটকানো যায়নি।

হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি নিজ বাসায় চলে যান।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টিএসসি এলাকায় ৬টি প্রাইভেট কার ও ৪টি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে। এ ঘটনায় আধা ঘন্টারও বেশি সময় বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

এসময় শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাস এলাকায় বহিরাগত যানবাহন চলাচল নিষিদ্ধ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খানের সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত মাসেও টিএসসি এলাকায় রাস্তা পারাপারের সময় রোকেয়া হলের এক মহিলা কর্মচারী নিহত হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নেয়নি।


বাংলাদেশ সময় : ১৫৩০ঘণ্টা, আগস্ট ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ