[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৬ আশ্বিন ১৪২৫, ২১ সেপ্টেম্বর ২০১৮
bangla news

মাদকসহ নেত্রকোনায় গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-০৮ ৬:১৪:৫৩ পিএম
মাদকসহ নেত্রকোনায় গ্রেফতার ৩

মাদকসহ নেত্রকোনায় গ্রেফতার ৩

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ ও কলমাকান্দা থেকে ভারতীয় মদ এবং ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (০৮ মার্চ) দিনব্যাপী পরিচালিত পৃথক অভিযানে ওই দুই উপজেলা থেকে মাদক বিক্রেতাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয় নিশ্চিত করে নেত্রকোনা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাজমুল হাসান বাংলানিউজকে বলেন, মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রাম থেকে সানোয়ার হোসেন ও মামুনকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে ৬ বোতল ভারতীয় মদসহ ফরিদ মিয়াকে গ্রেফতার করেন ডিবি পুলিশ। 

উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় দেড় লাখ টাকা ও মদের মূল্য চব্বিশ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৮
এসএম/এমএইউ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa