ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে আসাম মুখ্যমন্ত্রীর বৈঠক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
রাষ্ট্রপতির সঙ্গে আসাম মুখ্যমন্ত্রীর বৈঠক  রাষ্ট্রপতি ও আসাম মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্যান্য কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশের সফররত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল। 

বৃহস্পতিবার (০৮ মার্চ) বিকেলে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বিষয়ে আলোচনা করেন।

এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলাসহ উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এর আগে পাঁচদিনের সফরে দুপুরে আসামের গৌহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আরও পড়ুন>>
** 
সোলার সামিটে যোগ দিতে রাষ্ট্রপতি ভারতে

গৌহাটিতে অনুষ্ঠেয় ‘ফাউন্ডিং কনফারেন্স অব দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে (আইএসএ)’ যোগ দেবেন তিনি। পাশাপাশি দিল্লিতে সোলার সামিট-২০১৮ এ রাষ্ট্রপতি অংশ নেবেন।  

সফর শেষে ১২মার্চ (সোমবার) রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।