ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

স্বাক্ষর জাল কর‌ছে এক‌টি চক্র, সতর্কবার্তা মন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
স্বাক্ষর জাল কর‌ছে এক‌টি চক্র, সতর্কবার্তা মন্ত্রীর

ঢাকা: সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে একটি চক্র নকল ডিও লেটার (সরকারি চাহিদাপত্র) নিয়ে বিভিন্ন দপ্তরে যাচ্ছে বলে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি‌তে বলা হয়, নকল ডিও লেটার নিয়ে একটি চক্রের বিভিন্ন দপ্তরে যাওয়ার বিষয়টি মন্ত্রীর নজরে এসেছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, যে কোনো সরকারি-বেসরকারি দপ্তরে বদলি, পদোন্নতি, নতুন চাকরিপ্রাপ্তি ইত্যাদি বিষয়ে তি‌নি কোনো ডিও লেটার কাউ‌কে দেন না।

এসব বিষয়ে কোনো ব্যক্তি ডিও লেটার নিয়ে গেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দপ্তরে যোগাযোগের অনুরোধ ক‌রা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের বাংলানিউজকে জানিয়েছেন, অসাধু চক্রটির বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।