ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিয়ামতপুরে নির্মাণাধীন ছাদ ধসে ২ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
নিয়ামতপুরে নির্মাণাধীন ছাদ ধসে ২ শ্রমিক নিহত

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নির্মানাধীন ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাজাবাড়ি গ্রামের সুজন (২৫) ও নিয়ামতপুর উপজেলার গাবতলী গ্রামের হারেজ আলীর ছেলে আনিছুর রহমান (৩৫)।

তবে আহত দু’জনের নাম ঠিকানা পাওয়া যায়নি।

নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) নাজমুল হক বাংলানিউজকে জানান, মান্দা টু নিয়ামতপুর সড়কের বাদমালঞ্চি নামক স্থানে একটি পেট্রোল পাম্পের ছাদ নির্মাণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। বুধবার দুপুরে হঠাৎ করেই দোতলার ছাদের একাংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন দু’জন। এসময় আরও দুই শ্রমিক আহত হন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে এবং আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।