ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পরিশীলিত-পরিমার্জিত বাংলা ব্যবহার করতে হবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
পরিশীলিত-পরিমার্জিত বাংলা ব্যবহার করতে হবে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ড. মো. আখতারুজ্জামান। ভিডিও: বাংলানিউজ

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সর্বস্তরের জনতার শ্রদ্ধা নিবেদন। 

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে শহীদদের স্মৃতির প্রতি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর এ আয়োজনটি করে থাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায়।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের বলেন, পরিশীলিত ও পরিমার্জিত বাংলা ভাষার ব্যবহার করতে হবে। তবেই আমরা একুশের তাৎপর্য বুঝতে পারবো।  

সেজন্য অন্যভাষার প্রতি বীতশ্রদ্ধ হওয়া চলবে না উল্লেখ করে ঢাবি উপাচার্য বলেন, অন্যভাষাকেও আমাদের সম্মান দেখাতে হবে।

তিনি বলেন, ’৫২ সালের ভাষা আন্দোলন বা অমর একুশ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশ মানে উদারনৈতিক মানবতাবাদী অসাম্প্রদায়িক চেতনা। এ দিনে কামনা করি সব ভাষা যেন যথাযথভাবে সংরক্ষিত হয়।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
ইইউডি/এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।