ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিস্ফোরকসহ তানোরে ৩ জেএমবি সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
বিস্ফোরকসহ তানোরে ৩ জেএমবি সদস্য আটক প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীর তানোরে বিস্ফোরকসহ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-৫) সদস্যরা। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের র‌্যাব-৫ এর সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।

সেখানেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

র‌্যাব-৫ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, নাশকতার জন্য রাজশাহীর তানোরে জেএমবি সদস্যরা আস্তানা গড়ার চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরকসহ তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।  

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।