ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের সৌজন্য সাক্ষাৎ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা:  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনস্থ রাষ্ট্রপতির চেম্বারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  

সাক্ষাতকালে রাষ্ট্রপতি সংসদে বিরোধীদলের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

 

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, দলমত নির্বিশেষে এদেশের মানুষ আপনাকে পছন্দ করে। দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমার দলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। আপনার সততা ও নিষ্ঠার ওপর দেশবাসীর আস্থা ও বিশ্বাস রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন-বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ, ফখরুল ইমাম এমপি, হুইপ নূরুল ইসলাম ওমর, হুইপ সেলিম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।