ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুরের ১০ গ্রামে বন্যা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

জামালপুর: কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে যমুনার পানি বেড়ে জামালপুরের ইসলামপুর উপজেলার ১০ গ্রাম প্লাবিত হয়েছে।

পানির প্রবল তোড়ে পাথর্শী-কুলকান্দি সড়ক বাঁধের প্রায় ৫০ মিটার এলাকা ভেঙে গিয়ে জনপদে পানি ঢুকে পড়েছে।

এতে পাথর্শী ইউনিয়নের মোল্লাপাড়া, মাঝিপাড়া,জারুলতলা, মুরাদাবাদ, শশারিয়াবাড়ি, ঢেংগারগড় এবং কুলকান্দি ইউনিয়নের কুলকান্দি, মধ্যপাড়া, আটিয়ামারী, জিগাতলা গ্রামের বিস্তীর্ণ এলাকার নিম্নাঞ্চলের বাড়ি-ঘর ও ফসলী জমি পানিতে তলিয়ে গেছে। এতে সদ্য রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

পাথর্শী ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলী জানান, পানি বাড়ার সঙ্গে টানা বৃষ্টি মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।

জামালপুরের জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহম্মেদ জানান, ইসলামপুর উপজেলার বন্যায় তিগ্রস্ত মানুষের জন্য ৭ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad