ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবিতে ১৫ ফেব্রুয়ারি ‘অমর একুশে গ্রন্থমেলা’ শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
রাবিতে ১৫ ফেব্রুয়ারি ‘অমর একুশে গ্রন্থমেলা’ শুরু

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৮’ ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সংগঠন স্বপ্ন’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনের চত্বরে সপ্তাহব্যাপী এ গ্রন্থমেলার আয়োজন করা হয়েছে। এ দিন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা মেলার উদ্বোধন করবেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। মুখ্য আলোচক হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামসুদ্দীন ইলিয়াস এবং বিশেষ অতিথি হিসেবে রাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ নূরুল্লাহ, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাজমা আফরোজ প্রমুখ উপস্থিত থাকবেন।

গ্রন্থমেলা ১৫-২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad