ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে এক ফেন্সিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আরো ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।



বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লা সালমা বানু এ রায় দেন।

কারাদন্ড প্রাপ্ত হলো দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কৃষ্ণচাঁদপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোঃ মোফাজ্জল হোসেন (২২)।   সে জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৯ সালের ১মার্চ রাতে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা পুলিশ থানার সামনের গোলচত্বরে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে কারাদণ্ড প্রাপ্ত মোফাজ্জল হোসেনের শরীর থেকে ৬ লিটার তরল ফেন্সিডিল উদ্ধার করে। পরে ওই থানার দারোগা রেজাউল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।