ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেটে ৪৫০ কেজি ভেজাল মসলাসহ দুই ব্যক্তি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

সিলেট: সাড়ে চার শ’ কেজি ভেজাল গুঁড়া মসলাসহ দুই ব্যক্তিকে আটক করেছে সিলেট র‌্যাব-৯ এর সদস্যরা। এ সময় দু’জনকে আটক করা হয়েছে।



বুধবার বেলা আড়াইটায় শেখ ঘাটের ‘প্রিয় গুঁড়া মসলা’ কারখানায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা ২৮৩ কেজি ভেজাল মরিচ, ১০০ কেজি ভেজাল ধনিয়া, ৬২ কেজি ভেজাল হলুদের গুঁড়া আটক করে।

এছাড়া মসলার তৈরির কাজে ব্যবহৃত ৬ কেজি ধানের কুঁড়া, ৩ কেজি হলুদ ও ৪ কেজি লাল রং উদ্ধার করা হয়। আটককৃত ভেজাল মসলার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।

এ সময় মিলন শাহ ও অসীম রঞ্জন দাশকে আটক করে র‌্যাব সদস্যরা। পরে ভেজাল মসলাসহ আটক দু’জনকে সিলেট কোতোয়ালীয় থানায় হস্তান্তর করা হয়।

জানা যায়, র্দীঘদিন ধরে ওই কারখানাটি ভুষি, কাপড়ের রং, চাউলের গুঁড়া, ধানের কুঁড়া ও অন্যান্য ভেজাল দ্রব্য দিয়ে মসলা তৈরি করে আসছিল।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।