ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদের আগেই বেসরকারি শিক্ষকদের বেতন-বোনাস: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

ঢাকা: আগামী ঈদের আগেই এমপিওভুক্ত বেসরকারি শিক্ষদের বেতন ও বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার বিকালে রাজধানীর শিক্ষা ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।



তিনি বলেন,  ‘অভিযোগ রয়েছে এসব শিক্ষকরা সময়মতো বেতন ও বোনাস পান না। তবে এবার সরকার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই বেতন এবং ঈদের আগেই বোনাস দেবে। ’

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ওই আলোচনা সভার আয়োজন করে।

নুরুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিমুক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘যার এ কাজে যুক্ত তারা দয়া করে চলে যান। শিক্ষা বিভাগ ‘দুর্নীতিগ্রস্ত’ এমন বদনাম শুনতে চাই না। ’

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমার-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক শামসুর রহমান, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।