ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে হত্যা মামলার আসামির বাড়িতে বাদী পক্ষের আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

গাজীপুর: গাজীপুরের কালিগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের ইতালী প্রবাসী জয়নাল আবেদীন হত্যা মামলার প্রধান আসামির বাড়িতে আগুন দিয়েছে আসামিপক্ষের লোকজন। বুধবার বিকেলে আসামি মোসলেম উদ্দীনের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।



পাশ্ববর্তী জেলা নরসিংদীর পলাশ ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুল আউয়াল ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, আগুনে বসত ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাতে আজমতপুর জামে মসজিদের ইমাম আহমদ আলীকে লাঞ্চিত করার প্রতিবাদ করায় স্থানীয় মোসলেহ উদ্দীন ও তার লোকজন প্রবাসী জয়নাল আবেদীনের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা হয়। ওইদিনই এ মামলায় ৫জনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।