ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না.গঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী প্যানেলের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
না.গঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী প্যানেলের জয় নির্বাচনে অংশগ্রহণকারী ও জয়ী প্রার্থীরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিনগত রাত একটার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আক্তার হোসেন ফল ঘোষণা করেন।  

এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ৪৬৫ ভোটে এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট জহিরুল হক পেয়েছেন ৪৩৫ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবদুল হামিদ খান ভাষানী ভূঁইয়া পান ৪১৫ ভোট।

সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা, একই প্যানেলের সহ সভাপতি অ্যাডভোকেট আজিজ আল মামুন, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট নুরুল আমিন মাসুম জয়ী হয়েছেন।  

যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের মাহবুবুর রহমান।  

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন নান্নু, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম ও অ্যাডভোকেট কামরুন্নাহার বেগম।  

আপিল বোর্ডে ছিলেন অ্যাডভোকেট শওকত আলী, অ্যাডভোকেট রমজান আলী ও অ্যাডভোকেট হারুন উর রশিদ।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।