ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরের ব্যাংকগুলো বিদ্যুৎ বিল জমা নিচ্ছে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

গাজীপুর: পল্লীবিদ্যুৎ অনুমোদিত গাজীপুর জেলা শহরের কোনো ব্যাংকই বিদ্যুৎ বিল জমা নিচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন গাজীপুর পল্লী বিদ্যুতের গ্রাহকরা।

হাজার হাজার গ্রাহক জেলা শহরের বাইরে প্রায় ৩ কিলোমিটার দূরে গাজীপুর পল্লীবিদ্যুৎ অফিসের কাউন্টারে বিল জমা দিতে ভিড় করছেন।

গাজীপুর সদর উপজেলার পূর্ব-ভুরুলিয়া গ্রামের সাংবাদিক এমএ ফিরোজ লাভলু জানান, তিনি বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা শহরের ন্যাশনাল ব্যাংক, কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংকে বিল জমা দিতে গিয়ে ব্যর্থ হন। শেষে গাজীপুর পল্লীবিদ্যুৎ অফিসের কাউন্টারে গিয়ে প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে বিল জমা দেন।

এ ব্যাপারে ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার এজেডএম আজাদ বলেন, ‘লোকবল কম থাকায় বিশাল এলাকার বিদ্যুৎ বিল নেওয়া আমাদের পক্ষে অসম্ভব। বিষয়টি গাজীপুর পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। ’

তিনি আরও বলেন, জেলা শহরের প্রতিটি ব্যাংকে কালেকশন বুথ খুলে অঞ্চল ভাগ করে দিলে এ সমস্যার সমাধান সম্ভব। ’

প্রায় একই কথা বলেছেন রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংক কর্মকর্তারা।

গাজীপুর পল্লীবিদ্যুতের ব্যবস্থাপক সৈয়দ ওয়াহিদুল ইসলাম ব্যাংক কর্তৃপক্ষের বিল নেওয়া থেকে বিরত থাকার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি। মোবাইল ফোনে গ্রাহকদের বিল পরিশোধের ব্যাপারে বাংলাদেশ পল্লীবিদ্যুৎ বোর্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। ’  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।