ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সেমিনারে বক্তব্য রাখছেন মাহমুদ আলী

ঢাকা: দেশে বর্তমানে ১০ লাখ রো‌হিঙ্গা শরণার্থী রয়েছে জানিয়ে তাদের নিজ দেশে প্রত্যাবাসন নিরাপদ করতে মিয়ানমারের ওপর আন্তর্জা‌তিক মহলের চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার (৩০ জানুয়া‌রি) বিকেলে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী।  

তিনি বলেন, নারীদের অ‌ধিকার ও সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ বদ্ধপ‌রিকর।

নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার যথেষ্ট আন্তিরিক।

‌সে‌মিনারে আরও বক্তব্য রাখেন, জা‌তিসংঘের আন্ডার সেক্রেটা‌রি জেনারেল পাম‌জিল মেম্বো, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স‌চিব না‌সিমা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এসএ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।