ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইলেক্ট্রনিক মিডিয়া প্রতিনিধিদের সঙ্গে এনবিআরের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

ঢাকা: আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস উপলে সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার বিষয়ে ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার এনবিআর চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদ করদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ল্েয ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ইলেক্ট্রনিক মিডিয়ায় আয়কর সম্পর্কিত বিজ্ঞপ্তি, আয়কর দিবস উপলে টক শোসহ বিভিন্ন অনুষ্ঠান প্রচারের আহবান জানান।



এনবিআরের সম্মেলন কে চেয়ারম্যানের সভাপতিত্বে এ মমবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনবিআর সদস্য আমিনুর রহমান, শম্ভুনাথ দাস, সৈয়দ আমিনুল করিম, মো. বশির উদ্দিন আহমেদসহ বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।