ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ডিবির ২ ভুয়া সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
ময়মনসিংহে ডিবির ২ ভুয়া সদস্য আটক

ময়মনসিংহ: ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন হওয়া আসামির স্বজনের কাছ থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্য পরিচয়ে টাকা দাবি করায় দুই প্রতারককে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করে কারা কর্তৃপক্ষ।  

আটকরা হলেন- মীর হোসেন হৃদয় (৩৩) ও রনি মিয়া (৩২)।

কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন হওয়া এক আসামি ভেতরে থাকা অবস্থায় তার স্বজনদের সঙ্গে কথা বলেন দুই প্রতারক। এসময় তারা নিজেদের ডিবির সদস্য বলে পরিচয় দেয় এবং টাকা না দিলে পুনরায় ওই আসামিকে গ্রেফতার করা হবে বলে হুমকি দেয়। কিন্তু ওই আসামির স্বজনরা টাকা দিতে আপত্তি তোলায় দু’পক্ষের কথা কাটাকাটি হয়।  

বিষয়টি বুঝতে পেয়ে ওই দুই ভুয়া ডিবি পুলিশের সদস্যকে আটক করে কারা কর্তৃপক্ষ। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় ও প্রতারণার কথা স্বীকার করেন।  

কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ওই দুই ভুয়া ডিবি পরিচয়ধারী সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮ 
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad