ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোটি টাকার স্বর্ণসহ শাহজালালে বিমানকর্মী গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
কোটি টাকার স্বর্ণসহ শাহজালালে বিমানকর্মী গ্রেফতার উদ্ধার করা সোনার বার

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচ্ছন্নতা কর্মী মোস্তফা কামালকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদু্ল ইসলাম।

তিনি জানান, বুধবার (২৪ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১২টার দিকে মোস্তফা কামালকে গ্রেফতার করা হয়।

তার পায়ের জুতার মধ্যে চল্লিশটির মতো সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন চার কেজি ৬৫০ গ্রাম।  উদ্ধার করা সোনার বারের আনুমানিক মূল্য ২ কোটি ৩২ লাখ টাকা।

কামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এসজে/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।