ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ফুলতলায় পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনায় গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১

খুলনা: খুলনার ফুলতলা উপজেলায় শুক্রবার রাতে পুলিশ ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশ এ পর্যন্ত দুই সন্ত্রসীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা আহত এবং থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।



বন্দুকযুদ্ধে জড়িতদের সনাক্ত করতে পেরেছে বলে পুলিশ সূত্র জানায়। তাদেরকে গ্রেপ্তারের জন্য ফুলতলা ও আশপাশের এলাকায় এখনও সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

ফুলতলা থানা উপ-পরিদর্শক (এসআই) মুক্ত রায় চৌধুরী বাংলানিউজকে জানান,  রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণডিহি গ্রামে ভদ্দরপুকুর এলাকায় আবুল হোসেনের বাড়ির ভিতরে বাঁশ বাগানের মধ্যে কয়েকজন সন্ত্রাসী মিটিং করার সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয়।

পুলিশ উপস্থিত হলে সন্ত্রাসী ও পুলিশের মধ্যে গুলি বিনিময় হয়।

ফুলতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির বাংলানিউজকে জানান, পুলিশের পক্ষ থেকে সাত রাউন্ড গুলি করা হয়েছে। অপর দিকে সন্ত্রাসীরা ১২/১৪ রাউন্ড গুলি করেছে। এ সময় এসআই মুক্ত রায় চৌধুরী সন্ত্রাসীদের গুলিতে আহত হন।

পরে দু’জনকে বিদেশি কাটা রাইফেল ও দু’রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বিল্লাল (২৫) এবং আকবার ওরফে সানি (২৬)। উভয়ের বাড়ি ফুলতলা থানার যোগিনীপাশা গ্রামে। এর মধ্যে বিল্লালের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
 
জেলা পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। গভীর রাত পর্যন্ত তার নেতৃত্বে গোটা এলাকায় পুলিশের অভিযান চলে। অভিযান এখনও অব্যাহত রয়েছে।

বন্দুকযুদ্ধের ঘটনায় ফুলতলা থানায় পৃথক দু’টি মামলা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।