ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শনিবার আড়ানী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১

রাজশাহী: শনিবার রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন হবে। নির্বাচনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



নির্বাচনকে ঘিরে এরই মধ্যে পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এদিকে, নির্বাচন সফল করার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কমিশন। তবে তারা পৌরসভার নয়টি ভোট কেন্দ্রের মধ্যে পাঁচটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

রাজশাহী উপ-নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মূসা জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

শান্তিপূর্ণ ভোটগ্রহণে ১২ জন পুলিশ, ১৪ জন আনসার ছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ টিমও থাকছে। কেন্দ্রগুলোতে র‌্যাবের পৃথক দলও টহল দেবে।

তিনি আরও জানান, পৌর এলাকার পাঁচটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 পৌরসভায় মোট ভোটার রয়েছেন ১০ হাজার ৯১৯ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৪২৩ জন ও নারী ৫ হাজার ৪৯২ জন।

চলতি বছরের ১২ জানুয়ারি এ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিজানুর রহমান মিনু ৪ হাজার ৩১৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

তবে ২৭ জুলাই মিনু আকস্মিক মৃত্যুবরণ করলে মেয়র পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।