ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে অগ্নিকাণ্ডে পৌনে এক কোটি টাকার সম্পদ ভস্মীভূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০
সিলেটে অগ্নিকাণ্ডে পৌনে এক কোটি টাকার সম্পদ ভস্মীভূত

সিলেট: সিলেটের লালদিঘীপাড় হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে প্রায় পৌনে এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দোকানিরা দাবি করেছেন।

বুধবার সকাল সাড়ে ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



অগ্নিকাণ্ডে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে ১৪টি দোকান ও ৫টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানিরা দাবি করেছেন, এতে পুড়ে গেছে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টাকার কাপড়, জুতা ও ব্যাগ।

সিলেট ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক (ফায়ার ফাইটার) নজরুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় প্রায় ৩০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, দোকানগুলো কাপড়, ব্যাগ ও জুতার হওয়ায় অগ্নিকান্ড দ্রুত ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।