ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিরপুরে মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা

ডিএমসি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বরের তালিমুল ইসলাম কওমী মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী শান্তা ইসলামকে (১৫) পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগটি করেছেন ওই মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আকবর আলী।

আগুন থেকে শান্তাকে বাঁচাকে গিয়ে তিনিও আহত হয়েছেন। তার দু‘ হাত ঝলসে গিয়েছে।

মাওলানা আকবর বাংলানিউজকে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মাদ্রাসার দেওয়ালের বাইরের বস্তি থেকে সন্ত্রাসীরা শান্তার গায়ে প্রথমে কেরোসিন অথবা পেট্রোল ছুড়ে মারে। পরে তারা শান্তার গায়ে আগুন ধরিয়ে দেয়।

এ সময় শান্তার চিৎকার শুনে অফিস থেকে বেরিয়ে এসে আগুন নেভানো চেষ্টা করে আহত হন মাওলানা আকবর।

আহত শান্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, আহত আকবরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কর্তব্যরত চিকিৎসক বাংলানিউজকে জানান, শান্তার বুক ও পিঠসহ শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।