ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দ্বিধাদ্বন্দ্বের অবসান হয়েছে: শামীম

আমি নির্বাচন করবই: আইভী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১
আমি নির্বাচন করবই: আইভী

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমান নিজেকে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী দাবি করে সেলিনা হায়াত আইভীকে সরে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। তবে যে কোনও মূল্যে নির্বাচনে অংশগ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আরেক মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী।



শুক্রবার মেয়রপ্রার্থী শামীম ওসমান বাংলানিউজকে বলেন, ‘বৃহস্পতিবার ৩ সাংগঠনিক সম্পাদকের ঘোষণার মধ্য দিয়ে গত কয়েকদিন ধরে চলা দ্বিধা দ্বন্দ্বের অবসান হয়েছে। আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর মধ্যে থাকা অস্বস্তির অবসান ঘটেছে। ’

তিনি বলেন, ‘আমার প্রত্যাশা থাকবে, দলের সিদ্ধান্তের বাইরে না গিয়ে আমার ছোট বোন সেলিনা হায়াত আইভী আমার সঙ্গে থাকবে। এই মুহূর্তে আমদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ যুদ্ধাপরাধীদের বিচার শুরু হতে যাচ্ছে। এখন বিভক্তি থাকলে দলের ক্ষতি। এখন ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দেশের ও জনগণের স্বার্থে বৃহৎ স্বার্থকে গ্রাহ্য করতে হবে। নইলে স্বাধীনতাবিরোধী শক্তি আবারও আঘাত হানার চেষ্টা করবে। ’

শামীম ওসমান বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে যুগ্ম সম্পাদক মাহবুব উল হানিফ সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়েছেন। তার এ বক্তব্যের পর ঢাকা থেকে তিনজন সাংগঠনিক সম্পাদক এসেছেন। ’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচন দেশের জন্য একটি টার্নিং হিসেবে দেখা হচ্ছে। কারণ আগামী ৩০ অক্টোবর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবে এবং ওই দিনই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রমাণ হবে। ’

ওসমান বলেন, ‘২০ জুন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে আমরা একটি বৈঠক ডেকেছিলাম। সেই বৈঠকে ৯৯ শতাংশ নেতাকর্মী আমাকে মনোনয়ন দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। নারায়ণগঞ্জের আটটি থানার ১৬ জন সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে ১৫ জন আমার পক্ষে রয়েছেন। আমি মনে করি, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ এখনো আমার সঙ্গেই রয়েছে। ’

এদিকে যে কোনো মূল্যে নির্বাচনে অংশগ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী।

তিনি বাংলানিউজকে বলেন, ‘কেনো বাধা আমাকে রুখতে পারবে না। আমি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে এসেছি, আশা করি তার আর্শীবাদে আমি জয়ী হবো। আমার সে আত্মবিশ্বাস যুগিয়েছে লোকজন। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ, অভিভূত। ’

আইভী বলেন, ‘বৃহস্পতিবার আওয়ামী লীগের তিন জন সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জে এসে কয়েকজনের উপস্থিতিতে যে কাজ করে গেছেন তাতে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে আমি আশঙ্কা করছি। আওয়ামী লীগের সমর্থন যা-ই থাকুক না কেন নারায়ণগঞ্জের জনগণের ইচ্ছেতে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের মানুষ আমার সঙ্গে রয়েছে। তাদের সঙ্গে আমি বেঈমানি করতে পারি না। নারায়ণগঞ্জবাসীকে সঙ্গে নিয়েই আমি লড়ে যাবো। ’

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের ৩ জন সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জে এসে শামীম ওসমানকে দলের সমর্থন দেওয়ার ঘোষণা প্রসঙ্গে আইভী বলেন, ‘আমার বড় ভাই শামীম ভাই বলে বেড়াচ্ছেন দল তাকে সমর্থন দিয়েছে। আসলে তা সঠিক নয়। কারণ দলের যুগ্ম সম্পাদক মাহবুব উল হানিফ ভাই বলছেন দল কাউকে সমর্থন দেয়নি। অথচ শামীম ভাই বলছেন, সমর্থন দেওয়া হয়েছে। এতে করে বিভ্রান্তি দেখা দিয়েছে। ’

আইভী বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। এখানে বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে অনেকের সম্পর্ক থাকতেই পারে। তাদের অনেকে পরিচিত, কেউ বা আবার বন্ধু। বৃহস্পতিবার রাতে যারা এসেছেন তারা তিন জনই শামীম ওসমানের বন্ধু বলে অনেকে আমাকে জানিয়েছেন। তারা শামীম ওসমানকে সমর্থন দিয়েছেন। এটা তো দলীয় কোনো সমর্থন নয়। এটি শামীম ওসমানের বন্ধু বান্ধবদের সমর্থন। বন্ধুদের যে কেউ এসে যে কাউকে সমর্থন দিতে পারে। কিন্তু সেটা দলীয় সমর্থন না। ’

গত বৃহস্পতিবার রাত সাতটায় কেন্দ্রীয় তিনজন সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ হোসেন, খালেদা মাহমুদ এমপি ও আবু সাঈদ স্বপন নারায়ণগঞ্জে এসে শহরে ২ নং রেল গেট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শামীম ওসমানকে দলের সমর্থন প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

তবে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল হানিফ জানিয়েছেন, দল এখনো কাউকে সমর্থন দেয়নি। তিনজন সাংঠনিক সম্পাদকের ব্যক্তিগত সফর ছিল নারায়ণগঞ্জ।

বাংলাদেশ সময় : ২১২১ ঘণ্টা,  অক্টোবর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।