ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২৩ শ্রমিক ছাঁটাই: শুনেই একজনের মৃত্যু, বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১

গাজীপুর: গাজীপুরে সদর উপজেলার বাইমাইল এলাকার এনটিকেসি পোশাক কারখানায় বিভিন্ন অভিযোগে বৃহস্পতিবার ২৩ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। ওই খবর শুনে শুক্রবার বিকেলে এক শ্রমিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।



নিহত শ্রমিকের নাম মনির (৩৫)। তিনি ওই কারখানার আয়রনম্যান হিসেবে কাজ করতেন।

এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। তারা কারখানার গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা ) উত্তেজিত শ্রমিকরা কারখানার গেইট এলাকায় মনিরের লাশ নিয়ে বিক্ষোভ করছিল।  

শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ জানান, ‘বিভিন্ন সময় কারখানায় বিভিন্ন ইস্যুতে আন্দোলন ও সমস্যা সৃষ্টির কারণে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার ২৩ জন শ্রমিককে কর্তৃপক্ষ ছাঁটাই করে। কিন্তু ওই ছাঁটাইয়ের তালিকায় মনিরের নাম নেই। তারপরও ছাঁটাইয়ের কারণে মনিরের মৃত্যু হয়েছে এমন গুজব তুলে কিছু শ্রমিক  বিক্ষোভ ও আন্দোলন শুরু করে।

এ সময় শ্রমিকরা কারখানার গেইটে মনিরের লাশ নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে সংবাদ পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।