ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাওনায় রোববার খালেদার বক্তব্যের জবাব দেবেন হাসিনা

আহমেদ মিলন, শ্রীপুর প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১
মাওনায় রোববার খালেদার বক্তব্যের জবাব দেবেন হাসিনা

শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরের মাওনা উচ্চ বিদ্যালয় ময়দানে রোববার বিকেলে অনুষ্ঠেয় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাব দেবেন।

শুক্রবার জনসভাস্থল পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এ তথ্য জানান।



নানক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেল ৪টা ১০ মিনিটে মাওনার জনসভায় ভাষণ দেবেন। ’

এই জনসভায় প্রধানমন্ত্রী বিএনপির রোড মার্চে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাব দেবেন বলে জানান তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ অ্যাডভোকেট মো. রহমত আলী, সাংসদ আকম মোজাম্মেল হকসহ আওয়ামী লীগের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

সাংসদ অ্যাডভোকেট মো. রহমত আলী আশাবাদী, মাওনা স্কুলমাঠের জনসভায় দেড় লাখ লোকের সমাগম হবে।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ জনসভা সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীস নাগ।

এর আগে প্রধানমন্ত্রী মাওনার সিংগারদিঘী গ্রামে ২৫ একর জমির উপর প্রতিষ্ঠত আন্তর্জাতিক মানের প্লেজ হারবার স্পোর্টস নামে একটি স্কুলের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ