ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানহানির মামলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০
মানহানির মামলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো

ঢাকা: মানহানির মামলায় দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছে।

বুধবার সকালে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন অভিযোগ গঠনে শেষবারের মতো সময় মঞ্জুর করেন।

অভিযোগ গঠনের নতুন তারিখ ১৯ সেপ্টেম্বর ধার্য করা হয়।

মাহমুদুর রহমানের সঙ্গে এ সময় মামলার অন্য আসামি পত্রিকাটির প্রকাশক মো. হাসমত আলী এবং সংশ্লিষ্ট প্রতিবেদক এমএ নোমান ও রাকিব হোসেনও আদালতে উপস্থিত ছিলেন।
 
গত ২৭ ও ২৮ মে আসামিরা পত্রিকার প্রথম পাতায় ‘আইন প্রতিমন্ত্রী কামরুল রাজাকার পরিবারের সদস্য’ শিরোনামে একটি খবর ছাপে।

এর দু’দিন পর ৩০ মে আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ছোট ভাই চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম বাদী হয়ে এ মানহানির মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।