[x]
[x]
ঢাকা, বুধবার, ২ কার্তিক ১৪২৫, ১৭ অক্টোবর ২০১৮
bangla news

আশু‌লিয়ায় শিশু‌ ধর্ষ‌ণের অ‌ভি‌যো‌গে আটক ১

আশু‌লিয়া ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-১৪ ৫:০৮:৪০ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

আশু‌লিয়া (সাভার): আশু‌লিয়ার ইউ‌নিক এলাকায় পাচঁ বছ‌রের শিশু‌কে ধর্ষ‌ণের অ‌ভি‌যো‌গে ব‌দিউজ্জামান না‌মে এক ব্যক্তিকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

রোববার (১৪ জানুয়ারি) দুপু‌রে আশু‌লিয়ার ইউ‌নিক এলাকা থে‌কে তাকে আটক করা হ‌য়। ব‌দিউজ্জামানের বাড়ি জামালপুর জেলায়। তিনি ট্র‌লি‌তে ক‌রে মৌসু‌মি ফল বি‌ক্রি ক‌রেন।

আশু‌লিয়া থানার উপ প‌রিদর্শক মাসুদ হো‌সেন বাংলানিউজকে জানান, দুপু‌রে ইউ‌নিক এলাকায় ট্র‌লি‌তে ক‌রে বরই বি‌ক্রি কর‌ছিলেন ব‌দিউজ্জামান। এসময় বরই কেনার জন্য গেলে তিনি ওই শিশু‌টিকে ধর্ষণ ক‌রেন। প‌রে শিশু‌টি বাসায় ফি‌রে তার প‌রিবার‌কে বিষয়টি জানা‌য়।

তিনি আরও জানান, খবর পেয়ে পু‌লি‌শ ঘটনাস্থলে গিয়ে ব‌দিউজ্জামানকে আটক করে এবং শিশু‌টি‌কে উদ্ধার করে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ (ঢামেক) হাসপাতা‌লের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ও‌সি‌সি) পাঠা‌য়।

এ ঘটনায় এক‌টি মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   ধর্ষণ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa