ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে ঢাকা ক্লাবের কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
কুড়িগ্রামে ঢাকা ক্লাবের কম্বল বিতরণ বৃদ্ধার গায়ে কম্বল তুলে দিচ্ছেন ঢাকা ক্লাবের সদস্যরা। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর ও উলিপুরে দরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে দুই হাজার চারশ ৬০টি কম্বল বিতরণ করেছে ঢাকা ক্লাব নামের একটি সংগঠন।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন- ঢাকা ক্লাবের সেক্রেটারি কমান্ডার জাহিরুল আলিম (অব.)।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আমিন আল পারভেজ, জেলা ত্রাণ ও পুনর্বাসন ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।

ঢাকা ক্লাবের উদ্যোগে কুড়িগ্রামের ধরলা, তিস্তা ও ব্রহ্মপূত্র অববাহিকার চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।

এরমধ্যে কুড়িগ্রাম সদরে এক হাজার নয়শ ৬০টি এবং উলিপুর উপজেলায় ৫শ পিস কম্বল শীতার্তদের হাতে তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।