ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৯ ঘণ্টা পর শাহজালালে ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
৯ ঘণ্টা পর শাহজালালে ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক

ঢাকা: ঘন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা ৫৮ মিনিটে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণের মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। এরপর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়ন করে।

বিমানবন্দর সিভিল এভিয়েশনের ডিউটি রুমের দায়িত্বরত কর্মকর্তা মনোয়ারা খান বাংলানিউজকে জানান, কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়। এরপর একটি ফ্লাইট উড্ডয়ন ও একটি ফ্লাইট অবতরণ করে।

এর আগে ঘন কুয়াশার কারণে শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১টা থেকে বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় অবতরণ করতে না পারায় কয়েকটি ফ্লাইটকে সিলেট ও কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এসজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।