ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
চাঁদপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদী গ্রামে পুকুরের পানিতে ডুবে রবিউল গাজী (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে ওই গ্রামের গাজী বাড়ি সংলগ্ন জামে মসজিদ পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

রবিউল ওই বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং পার্শ্ববর্তী ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের বোন জামাই আব্বাস জমাদার বাংলানিউজকে জানান, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয় রবিউল। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে সকাল ১০টার দিকে পুকুরে তার মরদেহ ভেসে উঠে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এ এস এম নাজমুল বাংলানিউজকে জানান, পরিবার থেকে জানানো হয়েছে তার মৃগীরোগ ছিল।

ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহুল আমিন হাওলাদার বাংলানিউজকে বলেন, ওইছাত্রের পরিবার থেকে আমাদের এখনো জানানো হয়নি। তবে যেসব শিক্ষার্থী এ ধরনের রোগে আক্রান্ত তাদের অভিভাবকদের সচেতন থাকা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।