ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বোমা বানাতে গিয়ে আহত যুবক কারাগারে  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
বোমা বানাতে গিয়ে আহত যুবক কারাগারে  

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে তাকে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে রাব্বি মিয়া (২২) হয়।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বাংলানিউজকে জানান, উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের নাসিম মিয়ার ছেলে রাব্বি বোমা বানাতে গিয়ে আহত হয়। পরে গোপনে চিকিৎসা নেন।

বিষয়টি পুলিশ জানতে পেরে শনিবার (৩০ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রাব্বি বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

বিকেল তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বোমা বানানোর পেছনের মূল কারণ খুজতে তদন্ত চলছে বলে জানান ওসি আব্দুস সালাম।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।