ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
বরগুনায় গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

বরগুনা: বরগুনায় স্বামী ও দেবরকে মাদক সেবনে বাধা দেওয়ায় লাবনী আক্তার নামে এক গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের গৌরীচন্না গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন লাবনীর স্বামী মো. মনিরুল, দেবর শাহাদাত হোসেন ও ননদ খালেদা আক্তার।

আহত লাবনীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের অর্ধেক ঝলসে গেছে।

জানা গেছে, লাবনীর স্বামী মনিরুল ও দেবর শাহাদাত হোসেন নিয়মিত মাদক সেবন করেন। এ ঘটনা নিয়ে শাহাদাতের সঙ্গে লাবনীর বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাবনীকে ঘরের খাটের সঙ্গে চুল বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় শাহাদাত। এ সময় লাবনীর ননদ খালেদা আগুন দিতে তাদের সহযোগিতা করে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক লাবনীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।