ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৯৬৪ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
সুনামগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৯৬৪ জন

সুনামগঞ্জ: সুনামগঞ্জে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেসএসিতে) এ বছর পাস করেছে ৭৮.৪৩ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৬৪ জন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সিলেট বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রণক মো. মইনুল ইসলাম বাংলানিউজকে জানান, এ বছর সুনামগঞ্জ জেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিয়েছিল ২৯ হাজার ৭৭০ জন।

পাশ করেছে ২৬ হাজার ২৯ জন।

তার মধ্যে মেয়েরা অংশগ্রহণ করেছে ১৬ হাজার ৭৪৬ জন, পাস করেছে ১৪ হাজার ৭৩৩ জন। ছেলে অংশগ্রহণ করেছে ১৩ হাজার ২৪ জন, পাস করেছে ১১ হাজার ২৯৬ জন। ফেল করেছে ৩ হাজার ৭৪১ জন।

এছাড়া জিপিএ-৫ পেয়েছে মোট ৯৬৪ জন। তার মধ্যে মেয়ে ৫২৯ জন ছেলে ৪৩৫ জন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।