ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হিলি সীমান্তে দুই বাংলার রাখীবন্ধন উৎসব

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্টে দুই বাংলার রাখীবন্ধন উৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার দিনাজপুর হিলি সীমান্তের জিরো পয়েন্টে এই রাখীবন্ধন উৎসব পালিত হয়।



বিডিআর সূত্রে জানা যায়, ভারতের পূর্ব মেদিনিপুরের কোলাঘাট ভাষা ও সংস্কৃতি সংগঠনের আয়োজনে এই রাখীবন্ধন উৎসবে উপস্থিত ছিলেন ভারতের-৫৭ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক রাজকুমার ও উপ-অধিনায়ক পঙ্কজ।

বাংলাদেশের পে উপস্থিত ছিলেন জয়পুরহাট-৩ রাইফেলস ব্যাটালিয়নের হিলি সিপি কোম্পানি কমান্ডার আওলাদ আলী।

রাখীবন্ধন অনুষ্ঠানে দুই বাংলার প্রায় ৩ শতাধিক মানুষের সমাগম হয়। দুই বাংলার মানুষ পরস্পরকে রাখী বেঁধে দেন। উৎসবের সময় হিলি জিরো পয়েন্টের পাকুড়গাছতলা দুই বাংলার মানুষের মিলনমেলায় পরিণত হয়।
 
ভারতের ভাষা ও সংস্কৃতি সংগঠন দুই বাংলার সীমান্তরীবাহিনীসহ মানুষের মধ্যে ভাতৃত্ববোধ ও সম্প্রীতি অটুট রাখতে এই মেলার আয়োজন করে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।