ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোহনপুরে ইয়াবাসহ সেই কলেজ অধ্যক্ষ ফের কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
মোহনপুরে ইয়াবাসহ সেই কলেজ অধ্যক্ষ ফের কারাগারে

রাজশাহী: রাজশাহীর মোহনপুরে ইয়াবাসহ শামসুজ্জোহা ওরফে বেলাল (৪০) নামে সেই কলেজ অধ্যক্ষকে ফের আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। শনিবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতার।

উপজেলার খাড়ইল গ্রাম থেকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করা হয়।  

রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক লুৎফর রহমান জানান, রাতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাতেই থানায় সোপর্দ করা হয়েছে।  

এ সময় তার বিরুদ্ধে থানায় মামলাও দায়ের করা হয় বলেও জানান এই কর্মকর্তা।  

এর আগে গত ১০ এপ্রিল ইয়াবাসহ অধ্যক্ষ বেলালকে আটক করে পুলিশ। যে বাড়িতে ইয়াবা কিনতে গিয়েছিলেন সেখান থেকে আরও ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই মামলায় এর আগেও কারাবাসে ছিলেন মোহনপুর উপজেলার মৌগাছি ডিগ্রি কলেজের এ অধ্যক্ষ।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।