ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রিড ফার্মার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১২ জুলাই

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জুন ২০, ২০১০

ঢাকা : রিড ফার্মার বিরুদ্ধে ঔষধ প্রশাসনের দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে ১২ জুলাই। ঢাকার ড্রাগ কোর্টের বিচারক মো. আব্দুল মজিদ আজ রোববার শুনানির এই দিন ধার্য করেন।



মামলায় জামিনপ্রাপ্ত আসামি রিড ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ও পরিচালক শিউলি রহমান এসময় আদালতে উপস্থিত ছিলেন। অপর ৩ আসামি প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল গণি, ফার্মাসিস্ট মাহাবুবুল ইসলাম ও এনামুল হক পলাতক থাকায় ১২ জুলাই তাদের অনুপস্থিতিতেই শুনানি হবে।
 
শিশুদের জন্য ভেজাল প্যারাসিটামল তৈরি ও বাজারজাত করার অভিযোগে ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম গত বছরের ১০ আগস্ট ঢাকার ড্রাগ কোর্টে একটি মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, রিড ফার্মার তৈরি টেমসেট ও রিডাপ্লেক্স সিরাপ সেবনের পর ঢাকার শিশু হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ২৮টি শিশু মারা যায়। গত বছর ২১ জুলাই এ সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৫৫ ঘণ্টা, ২০ জুন ২০১০
এমআই/এএইচএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।